‘দুয়ারে সরকার’-এর জাতীয় স্বীকৃতি, দেশে ফের এগিয়ে বাংলা

Spread the love

আবারও সেরার সেরা বাংলা। রাজ্য সরকারের কর্মসূচি আবারও জাতীয় সম্মানে সম্মানিত। অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১-এ সম্মানিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প দুয়ারে সরকার। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া, CSI এই সম্মানের জন্য বেছে নিয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেই ২০২০ সালে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অধীনে এলাকায় ক্যাম্প করা হবে। সরকারি দফতরে না গিয়ে বাড়ির কাছের ওই ক্যাম্পে গিয়ে সরকারি সুবিধার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন মানুষ। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। তাৎপর্যপূর্ণভাবে ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল। চলতি বছর দুয়ারে সরকার প্রকল্পে ভালো সাড়া পাওয়া গিয়েছে। একমাসেরও কম সময়ে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্রের সংখ্যা ছাড়ায় কোটি।

এই বছর দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু, গত বছর প্রকল্পের নিরিখে শীর্ষে ছিল স্বাস্থ্য সাথী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই মহিলাদের সুবিধার জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছিলেন। তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

১৬ অগাস্ট থেকে দুয়ারে সরকারের দ্বিতীয় দফার ক্যাম্প চালু হয়। আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত খতিয়ে দেখা হবে আবেদন। মোট ১৮টি প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে আবেদন জানাতে পারবেন সাধারণ মানুষ।

মুখ্যমন্ত্রী জানান, দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই বিনামূল্যে পাওয়া যাবে ফর্ম। এই ফর্মে একটি নির্দিষ্ট নম্বর উল্লেখ থাকবে। এই নম্বর ছাড়া অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রকল্প সংক্রান্ত কোনও সমস্যা বা অভিযোগ থাকলে ১০৭০/২২১৪৩৫২৬-এই টোল ফ্রি নম্বরে তা জানানো যাবে বলেও, বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসেই তৃতীয় দফার দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করে হয়েছিল। কিন্তু, কোভিড বিধিনিষেধের কারণে তা একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*