২০১২-র বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, কবিতা হল সময়ের আয়না। আমি সময়কে ধরে রাখতে কবিতা লিখে ফেলি। এবার ফের একবার কবিতার মাধ্যমেই সময়কে ধরতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার নতুন কবিতার নাম “একদিন”। ১৯ লাইনের কবিতার ছত্রে ছত্রে রয়েছে প্রতিবাদের সুর। রয়েছে যুদ্ধ ও ঘৃণার বিরুদ্ধে সুতীব্র প্রতিরোধের ভাষা। আবার পৃথিবীতে যে একদিন শান্তি আসবে, ঘৃণা মুছে যাবে, এই কবিতায় সে কথাও জোর গলায় বলেছেন মমতা । তিনি লিখেছেন, নব সংস্কারের কথা ৷ লিখেছেন, শান্তি আসবে ৷ লিখেছেন, সন্ত্রাস বিদায় নেবেই ৷ লম্ফ-ঝম্ফ-দম্ভ যাবেই ৷
কলম ধরে লিখে চলেছেন একের পর এক কবিতা। বিভিন্ন ইস্যুতে কখনও প্রতিবাদ জানিয়ে কখনও আবার সম্প্রতির বার্তা নিয়ে লিখে চলেছেন তিনি৷ কখনও তিনি লিখছেন, কবিতায় তিনি লিখেছেন, “গণতন্ত্রের ঠিকানা? চেনা যাচ্ছে না। দেশের ইতিহাস? বোঝা যাচ্ছে না। আবার কখনও বলছেন, “একদিন আসবেই যেদিন থাকবেনা যুদ্ধ”।
তাঁর লেখা এই সকল কবিতা তিনি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সকলের সাথে।
পড়ুন!
Be the first to comment