জমা জলের কারণে বাতিল ভবানীপুরে মমতার নির্বাচনী জনসভা

Spread the love

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা করার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু, সেই জনসভা এবার বাতিল করা হল ৷ গত দু’দিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে সুধীর বসু স্ট্রিট ৷ আর তার জেরেই সেখানে জনসভা করা গেল না বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷ প্রথমে জানানো হয়েছিল, আজকে জমা জল নামলে সভা হলেও হতে পারে। আর তার জন্য কলকাতা পৌরনিগমের কর্মীরা পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু করেছিলেন ৷

ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ছে কলকাতা পৌরনিগমের ৭৭ নম্বর ওয়ার্ড ৷ যেখানকার বহু রাস্তায় এখনও জলমগ্ন হয়ে রয়েছে ৷ তার মধ্যে একটি রাস্তা সুধীর বসু স্ট্রিট ৷ যেখানে মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা হওয়ার কথা ৷ কিন্তু, জমা জলে সেই জনসভা বাতিল করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম সভাস্থল পরিদর্শনে যান ৷ এছাড়াও একবালপুর সংলগ্ন গোটা এলাকার বিভিন্ন রাস্তা তিনি ঘুরে দেখেন ৷ কিন্তু সর্বত্রই ছবিটা এক ৷ মুখ্য প্রশাসক জানিয়েছেন, এখনও জল জমে রয়েছে ৷ তাই মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা বাতিল করা হয়েছে ৷ তবে, রাস্তা থেকে জল দ্রুত সরাতে আপ্রাণ চেষ্টা করছেন কলকাতা পৌরনিগমের কর্মীরা ৷

প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোট এই মুহূর্তে তৃণমূলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ নন্দীগ্রামে অল্প ভোটের মার্জিনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু পরাজিত হলেও মুখ্যমন্ত্রী পদে শপথ তিনিই নিয়েছেন ৷ তাই নিয়ম অনুযায়ী, তৃণমূলের জেতা কোনও একটি আসন থেকে ছ’মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে বিধায়ক হয়ে আসতে হবে ৷ তবেই তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন ৷ তাই নিজের ছেড়ে যাওয়া পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে ভোটে লড়ছেন মমতা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*