এগরার জনসভা থেকে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে যাতে একটা ভোট না দেওয়া হয় শুক্রবার এগরার জনসভা থেকে এই আহ্বানই জানিয়েছেন তৃণমূল নেত্রী।
তিনি আরোও বলেন, ‘বিজেপি অত্যাচারী সরকার। কৃষক বিরোধী সরকার। বাম-কংগ্রেস-কে দিয়ে ভোট নষ্ট করবেন না। ইভিএম মেশিনের দিকে খেয়াল রাখতে হবে। ইভিএম খারাপ বলে নতুন মেশিন এলে পরীক্ষা করে দেখুন। কেন্দ্রীয় বাহিনী যাই-ই বলুক না কেন, নিজেরা ভোটবাক্স পাহারা দিন। এখানে জিতলে দিল্লিতেও পরিবর্তন আনব।’
এদিন মমতা বলেন, ‘বিজেপি-কে ভোট দেওয়া যাবে না। বিজেপি-কে একটা ভোট দেওয়া মানে সর্বনাশ, বিজেপি-কে একটা ভোট দেওয়া মানে বিসর্জন। আর তৃণমূলকে ভোট দেওয়া মানে উন্নয়ন।’ মমতা বলেন, ‘ যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড পাননি, তাঁরা নির্বাচনের পরে একটা দরখাস্ত করবেন। তাঁরা পেয়ে যাবেন। যাঁরা পাননি, অগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার আসবে। রেশন দোকানে যেতে হবে না। দরজায় দরজায় যাবে।’
Be the first to comment