কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে ব্যাখ্যা দিলেন মমতা

Spread the love

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তিনি আজ, শনিবার এই কথাই জানিয়েছেন ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের তরফে দু’বার নোটিস দেওয়া হয় তৃণমূল নেত্রীকে। এদিন সেই নোটিস দু’টির জবাব দিলেন মমতা ৷

নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীর প্রতি তিনি সম্মান করেন ৷ দেশের জন্য বাহিনীর যে অবদান, তা সব সময় স্বীকার করেন।এরপরই তাঁর অভিযোগ, যে তারকেশ্বরে এক জওয়ানের বিরুদ্ধে একটি মেয়েকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৷ কমিশনকে বিষয়টি জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

একই সঙ্গে তৃণমূল নেত্রীর অভিযোগ, প্রথম তিন দফার নির্বাচনে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সেই কারণে তিনি মহিলা ভোটারদের কেন্দ্রীয় বাহিনী-সহ যারা ভোট দিতে বাধা দিচ্ছে প্রত্যেককে ঘেরাও করে করে রাখার কথা বলেছেন ৷ পুরোটাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে বলা হয়েছে ৷ অতীতের উদাহরণ টেনে মমতা যুক্তি সাজিয়েছেন ‘ঘেরাও’ কীভাবে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে ৷

তাই চিঠির একেবারে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে রাখার কথা বলে তিনি কোনও ভাবেই নির্বাচনী আদর্শ আচরণ বিধি এবং ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করেননি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*