আবারও ইভিএমের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে আবারও এই সমস্যা সম্পর্কে দেশ তথা রাজ্যবাসীকে সচেতন করলেন মমতা।
ইভিএমে নয় ভোটে কারচুপি রুখতে এবার ভোটগ্রহণ হোক ব্যালটেই। দীর্ঘদিন বিরোধী দলগুলি এই দাবি করে আসলেও লাভের লাভ কিছুই হয় নি। সম্প্রতি ১৯ জানুয়ারির ব্রিগেডের মঞ্চ থেকে আবারও ইভিএম প্রসঙ্গ উঠে এসেছে। বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ কমিটি গঠন করেন। জানা গিয়েছে, ওই কমিটিই নির্বাচন কমিশনের সামনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরবেন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গঠিত হয়েছে ৷ সেই দলে রয়েছেন সতীশ মিশ্র, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, অভিষেক মনু সিংভি ৷ তারাই ইভিএমের উপরে একটি রিপোর্ট তৈরি করে সেই চিঠি নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন ৷
Be the first to comment