নোট বাতিল একটা বড়ো দুর্নীতি। হ্যাঁ, আমি আবারও পুনরাবৃত্তি করছি নোট বাতিল একটা বড়ো দুর্নীতি। মঙ্গলবার নোট বাতিলের বর্ষপূর্তির কয়েক ঘণ্টা আগে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারই নোট বাতিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কালো করে প্রতিবাদ জানিয়েছিলেন। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেন্দ্রীয় সরকারের বিরদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত হলেই প্রমাণ হয়ে যাবে কত বড়ো দুর্নীতির শিকার হয়েছে দেশবাসী। বাস্তবে নোট বাতিলের পরিকল্পনা বিগ জিরো ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশে কালো টাকা ফিরিয়ে আনার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছিলেন তা যে কতখানি অবাস্তব, তা-ও পরিষ্কার করে দেন মমতা। নিজেদের সব কালো টাকাগুলোকে সাদা করতে এটা কেন্দ্রীয় সরকারের একটা বড়ো পরিকল্পনা। নোট বাতিল দেশের কোনও ক্ষেত্রেই কোনও প্রভাব ফেলবে না বলে মতপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কালো টাকা বা কালোবাজারি রুখতে, জঙ্গি দমন করতে বা দেশের উন্নতি প্রকল্পে নোট বাতিল কোনও প্রভাব ফেলবে না। এসব দেশবাসীর চোখে কেন্দ্রীয় সরকারের ধুলো দেওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি নোট বাতিলের কারণে দেশের উপর কী প্রভাব পড়েছে তার কিছু খতিয়ান এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, একদিকে যেমন দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে জিডিপির হার, তেমনই কয়েক কোটিরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাঙ্কে টাকা থাকা সত্ত্বেও বিপদের সময় টাকা না পেয়ে অনেক ক্ষতি হয়েছে মানুষের। এ ছাড়াও মমতা জানান, প্রথম দিন থেকেই নোট বাতিলের প্রতিবাদ করে আসছেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি।
৮ নভম্বের বুধবার সেই নোট বাতিলের বর্ষপূর্তির দিনে তাঁর দল যে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সে কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেইমতো প্রতিবছর ৮ নভেম্বর দিনটিকে দেশবাসীর কাছে কালা দিবস হিসাবে পালন করার আর্জি জানান মমতা ব্যানার্জি।
Be the first to comment