ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
জলপাইগুড়ির চূড়াভাণ্ডারের পর আলিপুরদুয়ারের ফালাকাটায় নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ২০১৯, বিজেপি ফিনিশ। পাশাপাশি এদিন মোদীকে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন মমতা। তিনি আরও বলেন, বিজেপি টাকা দিলেই ছবি তুলে রাখুন। বিজেপি চোর-ডাকাতের সরকার।
পাশাপাশি এদিন মমতা আরও বলেন, দুষ্কৃতীদের প্রার্থী করেছে বিজেপি। কোচবিহারে আর্মস ডিলারকে প্রার্থী করেছে। বিজেপি তাকে কোলে নিয়ে মিটিং করছে। এদিন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, সাড়ে ৪ বছর বিদেশ ঘুরে বেড়িয়ে এখন চৌকিদার সেজেছেন। এনআরসি হলো বিজেপির চক্রান্ত। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী জন বারলা দাঙ্গা করেছিলেন। বাংলার সংস্কৃতি অন্যরকম। বাংলা বিজেপির সংস্কৃতি মানে না। তোমাদের রক্ত ও দাঙ্গার সংস্কৃতি। আমরা রক্ত দিয়ে জীবন বাঁচাই।
এছাড়াও এদিন মমতা বিজেপি তথা নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বাংলায় এনআরসি করে দেখান। বাংলার গায়ে হাত দিয়ে দেখান। মমতা বলেন, কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি শেম শেম। আমরা জওয়ানদের সম্মান করি। আমাদের ধমকালে আমরা চমকাই। চমকালে আমরা গর্জাই। আর গর্জালে আমরা বর্ষাই। বাংলা দেশকে পথ দেখাবে বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। আগে নিজের ঘর সামলান, তারপর অন্যকে বলবেন। যে সারদা-নারদায় সবচেয়ে বড় অভিযুক্ত সে আপনার পাশে দাঁড়িয়েছিলেন। নিজেদের দলীয় কার্যালয়কে শপিং মল বানিয়েছে বিজেপি।
মমতা জানান, সারা দেশে ১২ লাখ কৃষক আত্মহত্যা করেছে। ২ কোটি চাকরি দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্টে মানুষ চাকরি হারিয়েছেন। নোটবাতিল করে মানুষের টাকা লুট করেছিলেন।
এদিন কী বললেন মমতা?
দেখুন!
Be the first to comment