অটলজি বেঁচে থাকলে এটা কখনই মানতেন না’, কৃষক-বিক্ষোভকে সমর্থন জানিয়ে মোদী সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লিতে লক্ষ-লক্ষ কৃষক জমায়েত করেছেন।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়ে রাজধানী অচল করার হুঁশিয়ারি কৃষকদের। বাম সংগঠন সারা ভারত কৃষক সভা (এআইকেএস) সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে গত ৫ দিন ধরে অবরুদ্ধ রাজধানী। পরিস্থিতি ঘোরতর বুঝে কোনও শর্ত ছাড়াই আন্দোলনকারী সংগঠনগুলির নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে মোদী সরকার।
মূলত পশ্চিম ও উত্তর ভারতের বিরাট এলাকার কৃষকরা এই বিক্ষোভে সামিল। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে লক্ষ-লক্ষ কৃষক দিল্লিতে দরবার করেছেন। কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। কৃষকদের এই বিক্ষোভের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অটলজি বেঁচে থাকলে এটা কখনই সমর্থন করতেন না। কৃষকদের ব্যাপার ওঁদের উপরেই ছেড়ে দাও। তোমরা কেন মাথা গলাচ্ছ? কেন্দ্রীয় সরকারকে বিঁধে এদিন এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, কৃষকদের অধিকার ছিনিয়ে নিল। এমনিতেই আলু, পিঁয়াজের অধিকার কেন্দ্র নিয়ে নিয়েছে। আমরা ২৫ টাকা কেজিতে আলু বিক্রির চেষ্টা করছি। এখন ক্ষেতের ধানও লুঠে নিচ্ছে বিজেপি। কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি।
Be the first to comment