মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের লড়াইয়ে মনোনয়ন জমা দিলেন তিনি। শুক্রবার দুপুর দুটো নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন দাখিল করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের স্ত্রী এবং প্রযোজক নিসপাল সিং রানে।
মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা করার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আর আলিপুর সার্ভে বিল্ডিং চত্বর। আগে থেকেই নির্ধারিত ছিল গণেশ পুজোর দিনেই মনোনয়ন জমা দেবেন তিনি। এরই সঙ্গে শুক্রবার তাঁর “শুভ বার” বলে বারবারই বলে এসেছেন মমতা। আর সেই দিনেই মনোনয়ন জমা দিলেন তিনি।
প্রসঙ্গত, আজই সকালে বিজেপির তরফে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে। অহীন্দ্র মঞ্চ বুধবার কর্মীসভাও করেছেন মমতা। এদিকে ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নেতা-মন্ত্রীদের। তাঁরাও প্রচার ছাড়ছেন। বিজেপির তরফ হোক ভবানীপুরে প্রচার এর নামের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে নাম রয়েছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়র মতো ব্যক্তিদের।
Be the first to comment