মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা দিল বিজেপি যুব মোর্চা

Spread the love
অসমের নাগরিকপঞ্জি নিয়ে মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা দিল বিজেপির যুব শাখা। অসমের ডিব্রুগড়ে নাহারকাটিয়া থানায় বিজেপি যুবমোর্চার তিন সদস্য এই লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ খতিয়ে দেখছে। এখনও কোনও এফআইআর করা হয়নি। অসমের নাগরিকদের মধ্যে ঘৃণা আর উত্তেজনা ছড়াতেই এই মন্তব্য করা হয়েছে অভিযোগ। অসমের নাগরিকপঞ্জি তৈরির কাজে তিনি বাধা দিচ্ছেন। মমতা মঙ্গলবার দিল্লিতে বলেছিলেন, লাখ লাখ মানুষকে রাজনৈতিক কারণে রাষ্ট্রহীন করে দেওয়ার চক্রান্ত করছে মোদি সরকার। নাগরিকত্ব কেড়ে নেওয়া হলে দেশে রক্তপাত হবে, গৃহযুদ্ধ বাঁধবে। তাঁর কথা, “আমরা এটা হতে দেব না। এই অবস্থা মানা যায় না।”
অন্যদিকে, মঙ্গলবারই বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, এটা জাতীয় নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে। ভারতীয় নাগরিকদের অধিকারের জন্যই এনআরসি। এটা করা হচ্ছে রাজীহ-আসু চুক্তির ভিত্তিতে সুপ্রিম কোর্টের আদেশে। নাগরিকপঞ্জি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর সব বিরোধী দলই সংসদে প্রতিবাদ জানিয়েছে। সংসদের বাইরে একাধিক রাজনৈতিক দল বিক্ষোভ জানিয়েছে। বিজেপি দেশকে ভাগ করতে চাইছে, এটাই ছিল তাদের বিক্ষোভের মূল সুর। অসমের মানুষকে নিজভূমে পরবাসী করা হচ্ছে।
অন্যদিকে, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন মমতা। নাগরিক বিলে সংশোধনী আনার ব্যাপারেও কথা হয়েছে। মমতা জানান, রাজনাথ তাঁকে আশ্বস্ত করেছেন, যাদের নাম খসড়ায় বাদ পড়েছে, তাদের হয়রানি করা হবে না। পশ্চিমবঙ্গেও এনআরসি করার চেষ্টার ব্যাপারেও তাঁদের কথা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*