
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভুয়ো ভোটার লিস্ট নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি। ‘তালিকা পরিষ্কারে’ এবার নতুন কমিটি গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান নেতাদের উপস্থিতি কমিটি গড়লেন তিনি। এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে সাত দিনের মধ্যে। যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে।
এদিন সাংগঠনিক সভা থেকে মমতা স্পষ্ট বার্তা দেন কর্মীদের কী কী করতে হবে। সবার আগে ভোটার লিস্ট যাচাই করার জন্য বুথস্তরের কর্মীদের ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন মমতা। ভোটার তালিকায় কারচুপি ধরার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এখন থেকেই সেই কাজ করতে হবে, ৩ দিন পরপর দলীয় অফিসে তথ্য দিতে হবে। তার পরে সাত দিনের মধ্যে একটি কোর কমিটি করে দেওয়া হবে। রাজ্যস্তরে ভোটার তালিকা সংক্রান্ত কাজ দেখভালের জন্য রাজ্যস্তরে একটি কমিটি গড়ে দিয়েছেন মমতা। সুব্রত বক্সি এই কমিটির মাথায় থাকবেন। এছাড়াও কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক ও’ব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নির্মলচন্দ্র রায়., সুমন কাঞ্জিলাল, বাপি হালদার, পুলক রায়, জগদীশচন্দ্র বসুনিয়া, মোশারফ হোসেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইয়া, বীরবাহা হাঁসদা, রাজীব বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, প্রকাশ চিক বরাইক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বেচারাম মান্না। প্রতিদিন এই কমিটির সদস্যদের ন্যূনতম ৪ জনকে পার্টি অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে হবে এবং তা সমাধান করতে হবে বলে নির্দেশ দলনেত্রীর।
Be the first to comment