মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হয়ে জি.ডি.বিড়লা স্কুলের ঘটনায় ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জি.ডি.বিড়লা স্কুলে যা ঘটেছে, তা একেবারেই ঠিক নয়। শিক্ষকরা আমাদের অভিভাবক। তাই তাদের আরও বেশী করে দায়িত্ব নিতে হবে। বাচ্ছারা আমাদের গর্ব। দু-একজন শিক্ষক খারাপ হতে পারে, তা বলে সবাই কিন্তু খারাপ নয়।
পাশাপাশি, এদিন সংবাদমাধ্যমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন কোনও কোনও চ্যানেল একটা বিষয়কে ফুলিয়ে, ফাঁপিয়ে দেখায়। এসব দয়া করে করবেন না। সঠিক তথ্য জনগনের সামনে তুলে ধরুন। একটানা খারাপ না দেখিয়ে ভালো কিছু দেখান। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আরও বলেন সব স্কুল ভালো করে চলুক। কেউ কেউ এই সুযোগে ঘোলা জলে মাছ ধরছে। দোষীদের শাস্তি দেওয়া হোক। কিন্তু কেউ কেউ মিথ্যা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। কিছু কিছু লোক স্কুল বন্ধ করতে চাইছে। জেনে রেখে দিন, স্কুল বন্ধ হবে না। বাচ্ছাদের উপর নজর রাখতে হবে। তবে স্কুল খোলা থাকবে।
ছবি- শুভেন্দু দাস
Be the first to comment