গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য ৫ লক্ষ টাকা বীমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

এবার গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ তারিখ পর্যন্ত যেসব পুণ্যার্থী গঙ্গাসাগর যাবেন, তাঁদের প্রত্যেককে ৫ লক্ষ টাকার বীমা দেওয়া হবে বলে সোমবার ঘোষণা করলেন তিনি।

১৫ তারিখ বুধবার সকাল থেকে শুরু হবে মকর সংক্রান্তির স্নানের যোগ। মেলা শুরুর আগে সোমবার গঙ্গাসাগরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল মুনির আশ্রমে পুজোও দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গঙ্গাসাগরে অনেক উন্নয়ন হয়েছে। অনেক থাকার জায়গা হয়েছে, আশ্রম তৈরি হয়েছে’’।

শুক্রবার দিনভর অকাল বৃষ্টির জেরে মেলার প্রস্তুতিতে বিঘ্ন ঘটলেও শনিবার সকাল থেকে অতিরিক্ত কর্মী নিয়োগ করে জোরকদমে কাজ শুরু হয়েছে। এ বার মেলায় পুণ্যার্থীদের নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বাড়তি জোর দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রের খবর, মেলা চত্বর মুড়ে ফেলা হচ্ছে পুলিশি নিরাপত্তায়। ওয়াচ টাওয়ার দিয়ে কড়া নজরদারি চলবে। এ ছাড়াও জলপথে উপকূলরক্ষী বাহিনীর হোভারক্র্যাফ্ট ও পুলিশের স্পিডবোট দিয়ে নজরদারি চালানো হবে। নিশ্ছিদ্র নিরাপত্তার স্বার্থে মেলা ও সমুদ্রের উপর চক্কর কাটবে ড্রোন ও হেলিকপ্টার। এ ছাড়াও থাকছে হিলিয়াম বেলুনে ক্যামেরার নজরদারি। দশ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবেন মেলায়। এরমধ্যে প্রচুর সংখ্যক মহিলা পুলিশও রাখা হচ্ছে।

শনিবার আলিপুর প্রশাসনিক ভবন থেকে ‘গঙ্গাসাগর মেলা সহায়তা’‌ নামে একটি অ্যাপের উদ্বোধন করেন জেলাশাসক পি উলগানাথন। এই অ্যাপ যে কোনও অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করে মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য-সহ সাগর স্নানের ছবি ঘরে বসেই দেখতে পাওয়া যাবে। এ ছাড়াও পথ নির্দেশিকা-সহ গাড়ির রুট ও নদী পারাপারের সময়সূচী জানতে পারবেন পুণ্যার্থীরা। বাংলা ছাড়াও ছটি ভাষায় এই অ্যাপ চালু করা হয়েছে।

এদিকে, গঙ্গাসাগরে গিয়ে জেএনইউ-র ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আজ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে আমরা দল পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা ছাত্রদের পাশে আছি। পড়ুয়াদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*