গড়িয়াহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্রেডার্স অ্যাসেম্ববলির মালিককে ফোন করলেন মমতা ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত হকারদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ৷
অন্যদিকে, মেয়র ফিরহাদ হাকিমকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা ৷ পুরসভার তরফে হকারদের সাহায্য করা হবে ৷ হকারদের পুড়ে যাওয়া স্টলের মেরামত হবে ৷ আর্থিকভাবেও হকারদের সাহায্য করবে পুরসভা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সাহায্য করবে পুরসভা ৷
বহুতলের বাসিন্দাদেরও পাশে রয়েছে পুরসভা ৷ প্রয়োজনে তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করার পাশাপাশি তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে পুরসভা ৷ এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ মেয়র আরও জানান, আমাদের মুখ্যমন্ত্রী খুব মানবিক। তিনি আমাকে গড়িয়াহাটের গরিব হকারদের সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন। তাই আমরা ওঁদের জন্য স্পেশাল ডিজাইন করে স্টল তৈরি করছি। এই স্টলগুলো বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হবে।
Be the first to comment