গ্রামোন্নয়ন, মাঝারি শিল্প-সহ একগুচ্ছ সরকারি পরিষেবায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি ও উদ্ভাবনীর জন্যে আন্তর্জাতিক ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও গোটা দেশের মধ্যে বিভিন্ন ধরনের জনসেবামূলক প্রকল্পের জন্য দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে বাংলার একাধিক সরকারি প্রকল্প এই সম্মানজনক আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিয়েছে।
২০১৮ সালের স্কচ অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও দেশের সমস্তও রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রশাসনিক ও জনপরিষেবামূলক প্রকল্প রূপায়ণে ‘ভারতের সেরা মুখ্যমন্ত্রী’ শিরোপা উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেশে নারীশক্তির অন্যতম প্রধান মুখও মমতা বন্দ্যোপাধ্যায়ই। এর আগে বাংলার পথদিশা ও গতিধারা প্রকল্পও দেশের মধ্যে স্কচ অ্যাওয়ার্ড জিতেছিল।
২০১৮ সালের স্কচ পুরস্কারের জন্যে সাড়া পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা সমস্তও দিক বিচার করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার’ নির্বাচিত করেছে। মূলত, সরকারে থেকে সাধারন মানুষের জন্যে কাজ করার সদিচ্ছা এবং সুপ্রশাসক হিসেবে কোন মুখ্যমন্ত্রী কতটা সফল এবং নিজেদের রাজ্যে প্রশাসনিক সংস্কারমূলক কাজ কতখানি বাস্তবায়িত করতে পেরেছেন, তাঁর অপরেই সেরার তালিকা তৈরী হয়েছে। সেইসঙ্গে এও বলা হয়েছে, কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ২০১৬ সালে যেখানে ১৪নম্বরে ছিল, মাত্র দু বছরের মধ্যে এক নম্বরে চলে এসেছে।
Be the first to comment