সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বৈঠক শেষে সেই পথ দিয়েই ফিরবেন তিনি, একথা জানতে পেরে জিটি রোডে দল বেঁধে দাঁড়িয়েছিলেন বর্ধমান পৌরসভার স্বাস্থ্যকর্মীরা। বিশ্বাস ছিল তাঁদের দেখলেই দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ৷ আর সেখান দিয়ে যাওয়ার সময় তাঁদের দেখেই গাড়ি থামাতে বলেন মমতা ৷ এরপরই তাঁর গাড়ির কাছে এগিয়ে যান স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁদের দাবি-দাওয়া লেখা কাগজ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তাঁরা। এদিন মুখ্যমন্ত্রী কথা বলেন তাঁদের সঙ্গে ৷ শুনেছেন তাঁদের অভাব-অভিযোগের কথা ৷ রাস্তাতেই বর্ধমান পৌরসভার স্বাস্থ্যকর্মীদের হাত থেকে স্মারকলিপিও নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যকর্মীরা জানান, তাঁরা দীর্ঘ কুড়ি বছর ধরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন। কিন্তু মাইনে ৩১২৫ টাকা। বহু বছর হয়ে গেলেও মাইনে বাড়েনি তাঁদের। ৬০ বছর বয়স হলেই বসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সেই সময় তাঁরা কোনও টাকা-পয়সা পাচ্ছেন না। সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছে তাঁদের। শূন্য হাতে বসিয়ে দেওয়া হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর কাছে অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানান স্বাস্থ্যকর্মীরা।
Be the first to comment