হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাঁচি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফেরার পথে পুরুলিয়া পুলিশ লাইনে প্রশাসনিক সভা করবেন তিনি। বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়ে ঝাড়খণ্ডে ক্ষমতা দখল করেছে কংগ্রেস-জেএমএম জোট। রবিবার রাঁচিতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে রাঁচির বিমান ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন হেমন্ত। শুধু তাই নয়, রাঁচির রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে ব্যানারও। 

শপথগ্রহণ মঞ্চে থাকার কথা অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, সনিয়া ও রাহুল গান্ধীদের। রাঁচিতে যেতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। লোকসভা ভোটের ঠিক আগে কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণের মঞ্চে এমন বিরোধী ঐক্য দেখা গিয়েছিল। সেই ছবিই দেখা যেতে পারে রবিবার  রাঁচিতে।  

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন অর্থাৎ সোমবার পুরুলিয়া শহরে এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে তৃণমূলের একটি বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন তিনি। ওই দিনই বিকেলে পুরুলিয়া শহরে একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। ইয়ার এন্ড কলকাতায় কাটিয়ে দোসরা জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন ছবি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*