
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি লর্ড স্বরাজ পলের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাণীর দেশে’ বাংলার জন্য লক্ষ্মীর খোঁজে পা রেখেছেন তিনি। আর সেখানেই একান্তে ৯৪ বছর বয়সি লর্ড স্বরাজ পলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি নিয়ে বৈঠক হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তবে বাংলায় বিনিয়োগের বিষয়েই বিস্তারিত চর্চা ভারতীয় বংশোদ্ভূত এই শিল্পপতির সঙ্গে হয়েছে বলেই মনে করা হচ্ছে। লন্ডন সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথা আছে তাঁর। এছাড়াও বাংলার বুকে বিনিয়োগ টানতে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই এদিন যোগ ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি লর্ড স্বরাজ পল। এছাড়াও যোগ দেন বাংলা এবং সে দেশের একাধিক শিল্পপতি। বিদেশের মাটিতে বাংলার শিল্প সম্ভাবনা এবং শিল্প পরিস্থিতির কথা তুলে ধরেন বিভিন্ন শিল্পপতিরা। এমনকী বাংলায় বিনিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য দেন শিল্পপতিরা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্যাটন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া বলেন, বাংলায় স্ট্রাইক লকডাউন বলে কিছু নেই। বাম আমলের মতো শ্রমদিবস নষ্ট হয় না। আর তাই বাংলা বিনিয়োগের জন্য সবথেকে সেরা। বাংলাতেই কাজ করা পছন্দ করি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ‘বেস্ট বেঙ্গল’ বলেও উল্লেখ করেন শিল্পপতি। আর তাই সবাইকে বাংলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিন এই বাণিজ্য সম্মেলনে যোগ দেন শিল্পপতি মেহুল মোহঙ্কা জানান, সংস্থা তিন কোটি টাকা বিনিয়োগ করছে। শ্রমিক সমস্যা নেই সেখানে। এমনকী কোনও শ্রম দিবস নষ্ট হয় না বলেও মন্তব্য করেন। এছাড়াও এদিন একাধিক শিল্পপতিরাও বাংলার সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে এদিন বাণিজ্য সম্মেলনে যোগ দেন লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তাঁর মুখেও বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রশংসার কথাও তুলে ধরেন। বিক্রম দোরাইস্বামী বলেন, ‘উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ ও নেপালের গেটওয়ে বাংলা’। কৃষি থেকে শুরু করে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসাও শোনা যায় লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের বক্তব্যে। শুধু তাই নয়, দার্জিলিং চা বিশ্ব সেরা। গোটা বিশ্বের মানুষের কাছে তা পরিচিত বলেও এদিন বক্তব্য রাখেন বিক্রম দোরাইস্বামী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment