অসুস্থ করুণানিধিকে দেখতে কয়েক দিন আগেই দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েনকে চেন্নাই পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর পেয়ে কালাইনারকে দেখতে যাচ্ছেন মমতা। এ দিন সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় তিনি বলেন, “আজ চেন্নাই যাচ্ছি, কাল ফিরে এসে ঝাড়গ্রাম যাব।”
গত মাসের ৩০ তারিখ চেন্নাই যাওয়ার কথা ছিল মমতার। ঠিক ছিল ওই দিন চেন্নাইতে একটি রাজনৈতিক সভা করবেন ডিএমকে নেতা তথা করুণানিধির ছোট ছেলে এম কে স্ট্যালিন। তাঁর সঙ্গে ওই সভায় উপস্থিত থাকবেন মমতা। কিন্তু করুণানিধির শারীরিক অসুস্থতার কারণে ওই সভা বাতিল হয়।
প্রসঙ্গত, করুণানিধি তথা ডিএমকে পরিবারের সঙ্গে মমতার সম্পর্ক দীর্ঘ দিনের। অতীতে বাজপেয়ী মন্ত্রিসভায় তৃণমূলের মতোই শরিক দল ছিল ডিএমকে। করুণানিধির আত্মীয় তথা কেন্দ্রীয় মন্ত্রী মুরাসোলি মারানের সঙ্গে বন্ধু সম্পর্ক ছিল মমতার।
Be the first to comment