জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরিতে দেরি হওয়ার জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়িতে এক বেসরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে দিল্লির বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। সার্কিট বেঞ্চের অনুমতি দিতে কেন্দ্র কেন এত দেরি করছে, সেই প্রশ্ন তোলেন।
গতকাল শিলিগুড়ি মাড়োয়ারি ভবনে পশ্চিমবঙ্গ হিন্দিভাষী পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানেই সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “জলপাইগুড়িতে নতুন সার্কিট বেঞ্চ হচ্ছে। আমাদের কাজ শেষ। দিল্লির উচিত এটা খুব তাড়াতাড়ি করে দেওয়া। কেন অনুমতি দিতে দেরি হচ্ছে বুঝতে পারছি না। এর পিছনে কোনও রাজনৈতিক কারণ থাকতে পারে।”
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ১৭ অগাস্ট চালু হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, তা হয়নি। পরে ৩ সেপ্টেম্বর তা উদ্বোধন হবে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে জানা যায়। কিন্তু, আইনি জটিলতায় তা বাতিল হয়ে যায়। জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামো চালু করা যাবে না। এখনও পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে বিষয়টি।
২০০৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো চালুর জন্য সিলমোহর দিয়েছিল। কিন্তু, সার্কিট বেঞ্চ জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী পরিকাঠামোয় চালু করার বিষয়টিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাষ্ট্রপতির স্বাক্ষর হয়নি। রাজ্য সরকার সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামোর জন্য ভবনের ব্যবস্থা করেছে। বিচারপতিদের জন্য আবাসনও তৈরি করে ফেলেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জলপাইগুড়িতে গিয়ে সেই অস্থায়ী পরিকাঠামো একাধিকবার পরিদর্শন করেছেন। কিন্তু তারপরেও কবে অস্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চ চালু হবে, তা এখন বিশ বাঁও জলে।
Be the first to comment