৪০ বছর ধরে হয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। প্রতি বছরের মতো এবছরও নিজের হাতে ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী। অগণিত মানুষ আসেন এই পুজো দেখতে। নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরা এবছরও এসেছিলেন পুজো দেখতে। পাশাপাশি ছিলেন দেব, সোহম, রচনা সহ টলিউডের বহু শিল্পীরা । ছিলেন মন্ত্রী, আমলা, বিধায়ক সহ বিশিষ্টরা।
এদিন নিয়ম মেনে ঠিক ১০টা ১ মিনিটে পুজো শুরু হয়। অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়, এরপর হয় মায়ের অঞ্জলি। পুজো শেষে হয় ভোগ বিতরণ। তবে এই ভোগের এতটাই চাহিদা যে রাত ১টা পর্যন্ত আসেন মানুষজন। সমস্ত নিয়ম কানুন নিপুণ হাতে পরিচালনা করেন মুখ্যমন্ত্রী নিজেই। এদিন নাতনি আজানিয়াকে আদরের ফাঁকে ফাঁকে সবকিছু দেখভাল করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment