স্বাস্থ্যসাথী, সমব্যাথী, কন্যাশ্রী একাধিক প্রকল্পের পর এবার ‘কর্মসাথী’ প্রকল্পের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জে মঙ্গলবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এই ‘কর্মসাথী’ প্রকল্পের আঁওতায় ১ লক্ষ ছেলে-মেয়েকে ব্যবসার জন্য টাকা দেবে সরকার। ঋণ হিসেবে বেকার যুবক-যুবতিরা এই টাকা নিতে পারবেন। লোন হিসেবে পাওয়া টাকা দিয়ে ছোট শিল্প ও ব্যবসা করতে পারবেন ঋণগ্রহীতারা। একই সঙ্গে এদিন মঞ্চে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তপশিলী জাতির জন্য এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
অন্যদিকে, এর আগে ২০২০-এর বাজেটে এই ‘কর্মসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। বিধানসভায় বাজেট পেশের সময় ‘কর্মসাথী’ নামে নতুন একটি প্রকল্পের প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পের মাধ্যমে খুব সহজেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারবেন কর্মহীন যুবক-যুবতীরা।
পাশাপাশি এদিন মঞ্চ থেকে বিজেপি সরকারকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “বিজেপির মিথ্যা কথায় কেউ ভুলবেন না। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।” তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন হাসপাতালে গিয়ে চিকিৎসার খরচ করতে হয় না। পাশাপাশি তিনি জানান, কালিয়াগঞ্জে ১০০ শয্যার হাসপাতাল গড়ে তোলা হবে বলেও জানান তিনি। দিল্লির গোষ্ঠী সংঘর্ষের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী এদিন বলেন, দিল্লির ঘটনায় আমি দুঃখিত, এসব বাংলায় হয় না।
দেখুন!
Be the first to comment