বিপুল জয়ের পরই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সন্ধ্যাতেই মন্দিরে যান তিনি ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ মন্দিরের গর্ভগৃহে গিয়ে নিজে হাতে মাকে মিষ্টি নিবেদন করেন মুখ্যমন্ত্রী ৷ আরতিও করেন তিনি ৷ পূজারীদের দক্ষিণা এবং মন্দিরে প্রণামীও দেন ৷
তবে দল জিতলেও নন্দীগ্রামে অল্পের জন্য় শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ যদিও নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে নন্দীগ্রামের হারকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তিনি ৷ দল ২০০-র অনেক বেশি আসন পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরায় উচ্ছ্বসিত মমতা ৷
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2795799564017067/
প্রসঙ্গত, ভোট প্রচার শেষ করেও কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের হয়ে জয়ের প্রার্থনা করে এসেছিলেন তিনি ৷ সেই মনোস্কামনা পূর্ণ হওয়াতেই এ দিন মন্দিরে যান মমতা ৷ মন্দিরে যাওয়ার আগে কালীঘাটের বাড়িতে তিনি বলেন, ‘আমি আগেই বলে এসেছিলাম আজকে মন্দিরে যাবো ৷ মন্দিরের পূজারীরাও আমাকে বলেছিলেন ফল ঘোষণার দিন আসবেন ৷ সেই কারণেই আমি যাচ্ছি ৷’
Be the first to comment