মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের করা হল ৷ সীতামারি দায়রা আদালতে এই মামলা দায়ের করেছেন ঠাকুর চন্দন সিং নামে এক আইনজীবী ৷
সোমবার রাম ও সীতাকে নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় একটি মন্তব্য করেন ৷ সেই মন্তব্য়ের প্রেক্ষিতেই এই মামলা দায়ের করেছেন ঠাকুর চন্দন সিং ৷ আর যেহেতু, কল্যাণ তৃণমূলের সাংসদ তাই সেই কারণে তৃণমূল সুপ্রিমো মমতার বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ওই আইনজীবী ৷ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের আপত্তিকর মন্তব্য়ের জেরে, সোমবার হাওড়াতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷
আইনজীবী ঠাকুর চন্দন সিংয়ের অভিযোগ, ভগবান রাম ও মাতা সীতাকে নিয়ে আপত্তিজনক মন্তব্য় করা হয়েছে ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ এবং ১২০-বি ধারায় মামলা দায়ের করেছেন তিনি ৷ আদালতে তিনি জানিয়েছেন, ভগবান রামকে সারা ভারতবর্ষে দেবতা হিসেবে পুজো করা হয় ৷ এমনকী মাতা সীতা গোটা বিশ্বে মা হিসেবে পূজিত হন ৷ আর সেই রাম ও সীতার অপমান করে হিন্দুভাবা বেগে আঘাত করা হয়েছে ৷
মুখ্য়মন্ত্রী মমত বন্দ্য়োপাধ্য়ায় এবং কল্য়াণের বিরুদ্ধে মামলা দায়ের করে সীতামারি আদালতের ওই আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংখ্য়ালঘু তোষণের জন্য় হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন তৃণমূল সাংসদ ৷ আর যেহেতু, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলের সাসংদ ভোটের আগে এই মন্তব্য় করেছেন৷ তাই এতে বাংলার মুখ্য়মন্ত্রীরও সায় আছে বলে অভিযোগ করেছেন ঠাকুর চন্দন সিং ৷
Be the first to comment