কসবায় কোভিড টিকার বদলে দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন; জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে কি আদৌ করোনার টিকা দেওয়া হয়েছিল? এ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। করোনার টিকার বদলে পাউডার গোলা জল দেওয়া হয়েছিল বলেও জল্পনা ছড়ায়। আদতে কী দেওয়া হয়েছিল? এ বিষয়ে বুধবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে নবান্নে বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে টিকা দিয়েছে, সেটা কোভিডের নয়। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে। খারাপ কিছু হবে কিনা সেদিকে নজর রাখছি। আশা করি, খারাপ কিছু হবে না। তবে যেটা হয়েছে সেটা ভুল’। যাঁদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মমতা।

পাশাপাশি ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রসঙ্গে মমতা বলেন, ‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ করেছি আমরা, তা করার সাহস আগে কেউ দেখায়নি। একটা চক্রান্ত করা হচ্ছে। বাংলাকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে’। অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনের বিষয়টি উঠতেই এদিন মমতা স্পষ্ট বলেন, “ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির কেউ কেউ জড়িত। সময় মতো সব তথ্য প্রকাশ্যে আসবে।” একই সঙ্গে তাঁর প্রশ্ন, “এটা যে বিজেপির চক্রান্ত না তার কি প্রমাণ আছে?”

মমতার স্পষ্ট দাবি, “এই ঘটনায় রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। নালিশ আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ আমরা করেছি। এই ধরনের পদক্ষেপ আর কেউ কোনওদিন করা সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে। বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে, বাংলাকে বদনাম করে যাচ্ছে।”

এছাড়া করোনা ভ্যাকসিন প্রসঙ্গে মমতা বলেন, ‘রাজ্যে ২ কোটি ১৭ লাখ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে যা হয়েছে তা বিচ্ছিন্ন ঘটনা। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম, পাইনি। ১৮ লাখ ডোজ রাজ্য কিনেছে। ৫৯ কোটি টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি। ভ্যাকসিন প্রয়োগে বাংলা প্রথম’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*