‘বিধানসভায় জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার দেখা। আমি তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়েছি। রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।’ বুধবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেক ধরে চলে সেই বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে ২৪ শের লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। বৈঠকটি হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে। সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয় এদিনের হাইভোল্টেজ মিটিং। ঘণ্টাখানেকের বৈঠক সেরে অভিষেকের বাসভবন ছেড়ে বেরিয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেন মমতা। সেখানেও ইতিবাচক আলোচনা হয় বলে জানান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতার কথায়, ‘বিজেপিকে হারাতে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। সবার এক হয়ে ওঠাটা জরুরি। আমি একা কিছু নই। সবাই মিলে কাজ করতে হবে। তবেই বিজেপিকে হারানো সম্ভব হবে।’
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা ব্যানার্জি এখন থেকেই ২৪- এর লোকসভা ভোটের ছক কষতে শুরু করে দিয়েছেন। সেই মতোই মোদী বিরোধী একাধিক বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।