‘খেলা হবে’ স্লোগানকে স্বীকৃতি দিয়ে সরকারি কর্মসূচির নাম রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

‘খেলা হবে’ এখন কেবল আর রাজনৈতিক স্লোগান নয়। হয়ে গেল সরাসরি রাজ্য সরকারের কর্মসূচি। একুশের নির্বাচনের আগে ভাইরাল হল ‘খেলা হবে’ স্লোগান। আর এবার ক্রীড়া কর্মসূচির নাম রাখা হয়েছে খেলা হবে। এই কর্মসূচির মধ্যে দিয়ে ফুটবলের মানোন্নয়নে রেজিস্টার ক্লাবগুলিকে ফুটবল বিতরণ করা হবে।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি পুরসভা ও পঞ্চায়েত প্রশাসনের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। রেজিস্টার ক্লাবগুলির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন ক্লাবগুলি আদতে খেলাধুলোয় সক্রিয় আর কোনগুলি নয়, তা সার্ভে করেই তৈরি করা হবে তালিকা।

পুরো প্রক্রিয়াটি ১৮ জুনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই সকল ক্লাবকে ফুটবল পাঠানো হবে। রাজ্যের ‘জয়ী’ প্রকল্পে তৈরি ফুটবলই দেওয়া হবে ক্লাবগুলোকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*