মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ যখন ভেঙে পড়ে তখন দার্জিলিংয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিংয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ঘটনার খবর পেয়েই বুধবারের কর্মসূচি বাতিল করে দেন মুখ্যমন্ত্রী।
রিচমন্ড হিলে সাংবাদিকদের ডেকে মুখ্যমন্ত্রী বলেন, “খবর পেয়ে এখান থেকে কলকাতায় ফেরার চেষ্টা করেছিলাম। কিন্তু বৃষ্টি হচ্ছে পাহাড় থেকে শিলিগুড়ি পৌঁছতেই চার ঘণ্টা সময় লাগবে। এখন কোনও ফ্লাইটও নেই। তবু চেষ্টা করছি দ্রুত কলকাতা পৌঁছনোর।”
নবান্ন কর্তারা জানাচ্ছেন, রাতেই শিলিগুড়ি নেমে আসতে পারেন মমতা। তারপর কাল সকালের প্রথম বিমান ধরে কলকাতায় পৌঁছবেন তিনি।
তবে কলকাতায় পৌঁছতে না পারলেও দার্জিলিংয়ে বসেই ফোনে পুলিশ কমিশনার ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের থেকে লাগাতার ঘটনার খবর নেন মমতা। সাংবাদিকদের তিনি বলেন, কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘটনাস্থলে পৌঁছতে বলেছি। এখান থেকে টোটালটাই মনিটরিং করছি।
যদিও ঘটনায় কত জন হতাহত হয়েছেন তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখন অগ্রাধিকার হল দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা। যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করা। এক জন মারা গেলেও তা দুর্ভাগ্যজনক। তাঁর কথায়, এই ঘটনার জন্য কে দায়ী, কে দায়ী নয় তা নিয়ে এখন তর্কের সময় নয়। তা পরে খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment