করোনার প্রভাব পড়লো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরামর্শ মেনে কলকাতা চলচ্চিত্র উৎসবের এবং সিনেপ্রেমী মানুষদের জানাচ্ছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ২০২১ সালের ৮-১৫ জানুয়ারি উৎসবের নতুন সময়সীমা হিসেবে ঠিক করা হয়েছে। প্রস্তুতি শুরু করা যাক!”
উৎসব এবছর ২৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে। নবান্ন সূত্রে খবর, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মুম্বইয়ে শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ একাধিক বিশিষ্ট জনের কাছে আমন্ত্রণ পৌঁছেও গিয়েছে।
Be the first to comment