বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ কর্নাটকের মুখ্যমন্ত্রী এইড.ডি.কুমারস্বামী। তিনি বলেন, উনি (মমতা) খুব ভালো প্রশাসক। দেশকে নেতৃত্ব দেওয়ার সব গুণ আছে ওঁর মধ্যে। জোটের প্রধানমন্ত্রী কে হবেন? এই প্রসঙ্গেই প্রশ্ন করা হয় কুমারস্বামীকে। আর সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি জানান, নেতৃত্ব ঠিক করাই নির্বাচনে জেতার একমাত্র কারন নয়। দেশের মানুষ মোদী সরকারের উপর রুষ্ট, আশাহত। প্রত্যেক রাজ্যের নিজস্ব সমস্যা আছে। নির্বাচনের আগে একজন নেতা ঠিক করে নেওয়া ঠিক নয়।
কুমারাস্বামী আরও জানান, অনেক নেতা আছেন, যাঁরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন। বর্তমান সরকার যেসব বিভাগে ব্যর্থ হয়েছে, সেদিকগুলো পূরণ করতে পারেন। কিন্তু, এখন থেকে নেতা বাছার দরকার নেই। নির্বাচনের পর আমরা বসে নেতা ঠিক করে নেব।
তবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, উনি সাধারণের মধ্যে সাধারণ। খুব ভালো প্রশাসক। আমি বিশ্বাস করি, মমতাজির মধ্যে দেশ চালানোর সমস্ত গুণ আছে। পশ্চিমবঙ্গকে এতদিন নেতৃত্ব দিয়ে তিনি তা প্রমাণও করেছেন।
Be the first to comment