
রোজদিন ডেস্ক, কলকাতা:- আমন্ত্রণে সাড়া। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পথে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে অক্সফোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি অবশ্য আলাদা গাড়িতে করে অক্সফোর্ড পৌঁছচ্ছেন। স্থানীয় সময় বিকেল পাঁচটা (ভারতীয় সময় রাত সাড়ে দশটা) নাগাদ শুরু হবে অনুষ্ঠান। তাঁর বার্তা শুনতে উন্মুখ অক্সফোর্ড।
এদিন স্থানীয় সময় দুপুর ২টোয় (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা) মুখ্যমন্ত্রী গাড়ির বদলে চাপলেন বাসে। সঙ্গে করে নিয়েছেন নিজের তুলি ও কলমে তৈরি উপহার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য উপহার নিয়েছেন মমতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তা। সূত্রের খবর, এক ঘণ্টার অনুষ্ঠানে অক্সফোর্ডের কেলগ কলেজে ‘সামাজিক উন্নয়ন: বালিকা, শিশু এবং মহিলা ক্ষমতায়ণ’ বিষয়ে বক্তৃতা করবেন মুখ্যমন্ত্রী।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তাঁকে বিশ্রামের জন্য মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় র্যান্ডল্ফ হোটেলে।
তার লবিতেই রাখা ছিল শতাব্দী প্রাচীন পিয়ানো। ১৮৮৭ সালের প্রাচীন পিয়ানোতে ‘প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে’, ‘উই শ্যাল ওভারকাম’, ‘পুরানো সেই দিনের কথা’ সুর ধরলেন মমতা। অক্সফোর্ডের তরফে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
হ্যারি পটারের শুটিং হলেও যান মুখ্যমন্ত্র।
এর পাশাপাশি অক্সফোর্ডে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান ইন্সিটিউট থেকে কেলগ কলেজ পা হেঁটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment