এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। গতকাল চিঠি লিখে মুখ্যমন্ত্রীর সময় চেয়েছিল বিধানসভার বাম ও কংগ্রেস পরিষদীয় দল। কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও নবান্ন কোনও জবাব না দেওয়ায় এই চিঠি দেওয়া হয়।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী মুখে যা বলছেন বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। রেশন দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও বহু জায়গায় মানুষ এখনও খাদ্যসামগ্রী পাচ্ছেন না বলে দাবি করেছে বাম-কংগ্রেস পরিষদীয় দল।
মুখ্যমন্ত্রীকে সতর্ক করে ওই চিঠিতে মান্নান, সুজন লিখেছেন, “ঘোষণা মতো প্রতিটি মানুষের কাছে খাদ্য পৌঁছনোর ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। তা না হলে, খাদ্যের সংকটে, অনাহারে বিপর্যস্ত হতে চলেছে বাংলা। ভাষণ বন্ধ করে খাবারের ব্যবস্থা করুন। সেটাই সরকারের কাজ।” বাম-কংগ্রেস পরিষদীয় দল প্রশ্ন তুলেছে, দিল্লি যে খাদ্যসামগ্রী দেওয়ার ঘোষণা করেছিল সেগুলি মানুষ পাচ্ছেন না কেন?
পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন চাঁপদানি ও যাদবপুরের বিধায়ক। ওই চিঠিতে লেখা হয়েছে, “চিকিৎসকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের খবরদারি বা নবান্নের অনুপ্রেরণার উপর তাঁদের নির্ভর করতে হবে কেনা?” তথ্য গোপন না করে আরও টেস্ট বাড়ানোর দাবি জানিয়েছে বাম-কংগ্রেস।
যদিও তৃণমূলের এক শীর্ষ সারির নেতা বলেন, “বাংলায় সবাই খাবার পাচ্ছেন। যাঁদের রেশন কার্ড নেই তাঁদেরও হয় পুলিশ নয় বিডিও গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে।” বাম-কংগ্রেসের বিরুদ্ধে টিপ্পনী কেটে শাসকদলের ওই নেতা বলেন, “আসলে করোনা এসে মান্নানবাবু, সুজনবাবুদের সংবাদমাধ্যমে মুখ দেখানোর সুযোগটা বন্ধ হয়ে গিয়েছে। তাই এসব গরম গরম চিঠি লিখে খবরে আসার চেষ্টা করছেন।”
Be the first to comment