মমতাকে চ্যালেঞ্জ লকেটের

Spread the love

বাংলায় বিধানসভা নির্বাচনের আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম লকেট চট্টোপাধ্যায় বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। লকেটকে ‘রোজভ্যালিদের লকেট’ বলে সোমবার হুগলির সভা থেকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। এরপরই তৃণমূলনেত্রীকে পালটা চ্যালেঞ্জ জানালেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী। এদিন মমতার উদ্দেশে লকেট বললেন, ‘হিম্মত থাকলে, প্রমাণ করুন, মামলা করুন।’

এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় আরও বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে এখন ভোটের আগে এসে এসব বলছেন। মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। ভুল বোঝাতে চাইছেন। হিম্মত থাকলে প্রমাণ করুন, মামলা করুন। মানুষকে এসব বলে বোকা বানানো যাবে না। দুর্নীতিগ্রস্ত, কয়লা পাচার, গোরু পাচার। পিসি-ভাইপো সিন্ডিকেট কোম্পানি হয়ে গিয়েছে। এখন এসব বলে ভোট পাবে না। হুগলিতে একটাও আসন পাবে না।’

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে লকেট আরও বলেন, ‘যিনি প্রার্থী, তাঁর হয়ে ক্ষমা চাইছেন। অসিত মজুমদার, ডাক নাম তপন। উনি মেনে নিয়েছেন দুর্নীতি হয়েছে। দুর্নীতির পর ফের টিকিট দিলেন কেন। তার মানে আবার দুর্নীতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্য BJP কর্মীদের ৫০০ টাকা দেওয়া হচ্ছে। ৫০০ টাকা দিয়ে ভোট কেনা যাবে না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*