অমিত শাহের সঙ্গে একই টেবিলে, শুধু রায়তা মুখে তুললেন মমতা

Spread the love

ওড়িশায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টেবিলে বসে হল বৈঠল। কিন্তু সেই বৈঠকে এনআরসি-এনপিআর নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানিয়েছেন মমতা।

বৈঠক থেকে বেরিয়ে মমতা জানালেন, যে তিনি বেশি খান না। তাই অনেক খাবার থাকলেও শুধু রায়তাই মুখে তুলেছেন তিনি। পরে একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সেই ছবিতে দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেকের সামনেই রাখা পঞ্চব্যাঞ্জন সাজানো থালা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বসে রয়েছেন অমিত শাহ। রয়েছেন নীতিশ কুমার ও ধর্মেন্দ্র প্রধানও।

শুক্রবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের ২৪ তম বৈঠক উপলক্ষ্যে ভুবনেশ্বরে এসেছেন বাংলা, বিহারের দুই মুখ্যমন্ত্রী। রয়েছেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ। অতিথি দের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছিলো নবীন পট্টনায়েকের বাসভবন “নবীন নিবাস” এ।

নবীন নিবাসের রান্নার ঠাকুর আর ভুবনেশ্বরের বিখ্যাত বেসরকারি হোটেল মেফেয়ারের শেফ তৈরী করেছেন একাধিক পদ। জনপ্রিয় ওড়িয়া পদগুলি হল- বেগুন ভরতা, মটর মসাল্লা, ওড়িয়া আলুকারি, মটর পনীর, ডাল, পাপড়, চাটনি, বুন্দি রাইতা, মাছের ঝোল, ভাত /রুটি, ছানা পোড়া, রসমালাই।

মমতা বন্দ্যোপাধ্যায় স্বল্পাহারী। তাই কিছুই খেতে চাইছিলেন না। তবে নবীন পট্টনায়কের অনুরোধে শুধু রায়তাটুকুই খেলেন তিনি।

জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, ওডিশা এবং সিকিমের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রতিবছর এই বৈঠক হয়। গতবছর এই বৈঠক হয়েছিল নবান্নে। সেই বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এবার এই বৈঠক হচ্ছে ভুবনেশ্বরে। সেই বৈঠকেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।