জুলাইয়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে জুলাইয়ের মধ্যে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে, তা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানালেন মমতা।

উল্লেখ্য, করোনা আবহে এবছরের মতো বাতিল করা হয়েছে মাধ্যামিক-উচ্চমাধ্যমিক। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী জানিয়েছিলেন ‘জনমতকে গুরুত্ব দিয়েই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক না করার সিদ্ধান্ত। কীভাবে হবে পরীক্ষার্থীদের মূল্যায়ন, তা সাতদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, এ দিনই আবার সুপ্রিম কোর্টে মূল্যায়ন সংক্রান্ত হলফনামা জমা দিয়েছে সিবিএসই। পরীক্ষা বাতিলের পর ঠিক কোন পথে মূল্যায়ন করা হবে তা নির্ধারণের রফাসূত্র নিয়েই এই হলফনামা জমা দেওয়া হয় শীর্ষ আদালতে। ফলে রাজ্য সরকারের তরফেও মূল্যায়ন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত দ্রুতই নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল। বিষয়টি নিয়ে আজ প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, কালকেই মূল্যায়ন পদ্ধতি জানানো হবে। একই সঙ্গে তাঁর ঘোষণা, জুলাই মাসেই ফলাফল প্রকাশ করে দেবে শিক্ষা সংসদ।

জনগণের মতামত, সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। কিন্তু ,দুই পরীক্ষার ২১ লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ণ কী করে হবে, সে ব্যাপারে সব তরফের মতামতের ভিত্তিতে পদ্ধতি তৈরি করছে পর্ষদ ও সংসদ।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি চাই, পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়ে। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে। পড়ুয়াদের দিকটা ভেবেই যেন সিদ্ধান্ত নেয়। ওরা যাতে কোনও সাফার না করে।’

এদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা আগেই বাতিল হয়েছিল। কী ভাবে মূল্যায়ণ করে পড়ুয়াদের রেজাল্ট দেওয়া হবে এবার তা সুপ্রিম কোর্টে জানালো CBSE বোর্ড। ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে CBSE বোর্ড। সুপ্রিম কোর্টে বোর্ডের বক্তব্য, দশম ও একাদশ শ্রেণির ফলাফলের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ণ করা হবে। মোট নম্বরের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ওই বিদ্যালয়ের আগের পারফরম্যান্সও বিচার্য তালিকায় আসবে বলে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*