ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি কিন্তু গভর্নমেন্ট শুনিনি, কটাক্ষ মমতার

Spread the love

এবার মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বিধানসভা থেকে বেরিয়ে মমতা বলেন, “ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি । কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি ।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন । উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে।” মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মমতা। তাঁর বক্তব্য, “মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন ? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন।”

মহারাষ্ট্রে নাটক অব্যাহত । শনিবার মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । রাতারাতি কংগ্রেস, NCP ও শিবসেনা জোটকে চমকে দিয়ে সরকার গড়েছিল বিজেপি। কিন্তু তিনদিনের পরই আবার আমূল পরিবর্তন । বিকেলেই পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । শোনা যাচ্ছে সব ঠিক থাকলে কালই মহারাষ্ট্রের মসনদে বসবেন উদ্ধব ঠাকরে ।

আজ বিধানসভা থেকে বেরিয়ে মাস খানেক ধরে চলা এই নাটক ও সরকার গঠনকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সমালোচনা করলেন রাজ্যপালের ক্ষমতারও। এ বছরের গোড়ায় বিজেপি বিরোধী একাধিক দল নিয়ে জোট গঠনের ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতার সঙ্গে বিজেপি বিরোধী জোট গঠনের প্রস্তাব নিয়ে একাধিক সময় বাংলায় ছুটে গেছেন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়াররা । আজ যেভাবে উদ্ধবকে সামনে রেখে কংগ্রেস, NCP জোট গঠন করে বিজেপিকে ধাক্কা দিল । মমতাপন্থী রাজনীতিকরা তাতে তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা খোঁজার চেষ্টা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*