প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধে ৭টা নাগাদ এনজেপি গামী শতাব্দী এক্সপ্রেসে করে তিনি মালদা টাউন স্টেশনে নামেন। তাঁর সঙ্গে এসেছেন বিভিন্ন দফতরের শীর্ষ আমলারা। স্টেশন থেকে এদিন মুখ্যমন্ত্রী সোজা চলে যান পুরাতন মালদার মঙ্গলবাড়িতে থাকা সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে। এখানেই তিনদিন থাকবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরের জন্য এদিন স্টেশন থেকে মহানন্দা ভবন পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক মুড়ে ফেলা হয়েছিল কঠোর নিরাপত্তায় ৷ মহানন্দা ভবনে চত্বরেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে হয়েছে ৷

নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী সড়কপথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়ার অডিটোরিয়ামে উদ্দেশে রওনা দেবেন। দুপুর একটায় সেখানে তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠক সারবেন ৷ বৈঠক সেরে তিনি মালদায় ফিরে আসবেন। মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন তিনি। পরদিন অর্থাৎ বুধবার দুপুর একটায় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে তিনি এই জেলার প্রশাসনিক বৈঠক সারবেন। সেখান থেকেই সেদিন সড়কপথে তাঁর বহরমপুর চলে যাওয়ার কথা।

রাজনৈতিক মহলের অনুমান, এবারের বিধানসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলের আশাতীত ভাল ফল হওয়ায় এই জেলার জন্য বেশ কিছু ঘোষণা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এর মধ্যে থাকতে পারে মোথাবাড়ি কলেজ ও সুজাপুরে ল কলেজ স্থাপনের ঘোষণা। পৌর নির্বাচনের মুখে মালদা শহরে আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ জেলার জন্য আরও কয়েকটি জল প্রকল্পের ঘোষণা করতে পারেন তিনি।

জানা গিয়েছে, এই সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী মোট ১২টি দফতরের 59টি প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে তাঁর হাত দিয়ে ৩৭টি প্রকল্পের উদ্বোধন হবে। উদ্বোধন হওয়া প্রকল্পগুলির জন্য খরচ হয়েছে ২৯৮ কোটি ৭৭ লক্ষ টাকা। ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে কলকাতায় মালদা ভবন নির্মাণ প্রকল্পেরও সূচনা করার কথা মুখ্যমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*