মন্দিরবাজারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ৩ পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়া হল সরকারি চাকরির নিয়োগপত্র। বুধবার, দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারের জনসভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকেই কন্যাশ্রী প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। রাজনৈতিক রং না দেখে কন্যাশ্রীর টাকা দেওয়া হয় বলেও মন্তব্য করেন। পাশাপাশি, কেন্দ্রের আর্থিক প্রতারণার খতিয়ান তুলে ধরেন মমতা। কৃষি ক্ষেত্রে, আবাসন প্রকল্পে সবেতেই বাংলা কেন্দ্রের আর্থিক বঞ্চনার শিকার বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ফঁড়েদেরও সতর্কবার্তা দেন তিনি। ৩ দিনের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সফরে ২৭ তারিখ নামখানা ব্লকের নারয়ণপুরে ইন্দিরা ময়দানে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। ২৮ তারিখ সুন্দরবন কাপের পুরস্কার প্রদান, সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি, গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment