মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সরকার, পুনর্বাসনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

মঙ্গলাহাট নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার মঙ্গলাহাটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে পুঁজির যোগান দিতে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে ঋণের ব্যবস্থা করবে। সেখানে জমি অধিগ্রহণ করে সেখানে উন্নতমানের বাজার গড়ে সেখানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলাহাট নিয়ে কেউ কেউ অপপ্রচার করছে। নানা মহল থেকে প্রচার করা হচ্ছে হাওড়া শহরের শিবপুরে মন্দিরতলার কাছে যে বহুতল এখন নবান্ন নামে পরিচিতি সেখানে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের সরানো যায়নি রাজ্য সরকারের সচিবালয় সেখানে সরে যাওয়ার কারণে। কিন্তু এই তথ্য ভুল। ব্যবসায়ীরাই সেখানে যেতে না চাওয়ায় তা ফাঁকা পড়ে ছিল। পরে সেখানে রাজ্যের সচিবালয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলাহাটের জমি বেসরকারি হাতে রয়েছে সেই জমি নিয়ে মামলা চলছে। প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করবে সরকার। সেখানে পাকা ও বহুতল বাজার গড়ে দেবে, সেখানেই মঙ্গলাহাটের সব ব্যবসায়ীকে পুনর্বাসন দেওয়া হবে। এদিন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ‘আমরা নবান্ন জোর করে দখল করিনি। মঙ্গলহাটের ব্যবসায়ীরা নবান্নে যেতে চায়নি। ওই বিল্ডিং এমনি পড়ে ছিল, তাই আমরা গিয়েছি।’

গত ২০ জুলাই গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক হাজারেরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফলে ক্ষতির পাশাপাশি পুজোর মুখে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন হাটের ছোট-বড় ব্যবসায়ীরা। ঘটনাচক্রে এদিন থেকেই সেখানে ফের ব্যবসা শুরুর কথা ছিল। কিন্তু পুড়ে যাওয়া সব সামগ্রী এখন সরিয়ে ফেলা বাকি থাকায় ঠিক করা হয়েছে আগামিকাল মঙ্গলবার থেকে ব্যবসায়ীরা সেখানে আবার জিনিসপত্র নিয়ে বসবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*