রাজ্যে আসছে অর্থ কমিশনের বিশেষ প্রতিনিধি দল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের কর্তারা

Spread the love

রাজ্যে আসছে পঞ্চদশ অর্থ কমিশনের বিশেষ প্রতিনিধি দল। জানা গেছে, পঞ্চদশ অর্থ কমিশনের সভাপতি এন কে সিংয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল তিনদিনের সফরে রাজ্যে আসছে। বেতন ও পেনশন ব্যবস্থা সংস্কার, করকাঠামো নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের কর্তারা। মঙ্গলবার নবান্নে এই সংক্রান্ত বৈঠক হওয়ার কথা। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, আগামি বছরের অক্টোবরে কেন্দ্রকে পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে। সেই রিপোর্ট বা সুপারিশের উপর ভিত্তি করেই পরবর্তী ৫ বছরের জন্য কেন্দ্র-রাজ্য আর্থিক সমীকরণ নির্ধারিত হবে। সূত্রের খবর, রাজ্যগুলোর আর্থিক সংস্কারের বিষয়ে অর্থ কমিশন কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করতে চলেছে। সেইসব আর্থিক বিষয়গুলো নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন কমিশনের কর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*