মাসানুর রহমান,
আজ মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে তিনি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, সিপিএম বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে কংগ্রেস।
তিনি বলেন, এই গরমে আমরা নির্বাচন করতে চাইনা কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ মানতে হবে। মুর্শিদাবাদের আমরা অনেক কাজ করেছি। আমরা এখানে নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরী থেকে শুরু করে সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি।
৪২ শে ৪২ যদি চাই তাহলে আমাদের মুর্শিদাবাদ টাও চাই, বহরমপুরও চাই। ৪২শে ৪২ যদি চাই তাহলে জঙ্গীপুরটাও চাই। আমি সবটা জানি আমাকে ঘাটিয়ে লাভ নেই। নাম না করেই তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন বহরমপুরে নাকি এক বড় নেতা আছে। তাদের সবটাই আমার জানা। তারা সকালে করে বিজেপি, দুপুরে কংগ্রেস আর সন্ধ্যাবেলা করে সিপিএম। রাম বাম তো আছে আর তার মাঝে ঢুকেছে এই শ্যাম। আমি মুর্শিদাবাদে বারবার এসেছি এখানকার সবটাই আমার হাতের তালুতে। এই নেতারা থাকে কোথায়? আমার সবটাই জানা।
তিনি আরোও বলেন, এরা প্রতিদিন আরএসএসের সাথে মিটিং করে। জঙ্গীপুরে গিয়েছিল প্রণব মুখার্জি আর বহরমপুরে অধীর চৌধুরী এরা সবাই বিজেপির সাথে মিশে আছে। বিজেপির নেতারা পরামর্শ দেয় আর ওরা আমাদের কর্মীদের উপর কেস করে। আমরা তো কেস করিনা। আমাদের ধমকে চমকে আটকে রাখা যাবেনা। তিনি বলেন, আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলাম কারণ এরা কংগ্রেসের সাথে আঁতাত করে। কংগ্রেস না ছাড়লে বাংলা থেকে সিপিএম তাড়ানো যেতনা।
কেন্দ্রের বিজেপি যখন NRC -র নাম করে আসামে ৪০ লক্ষ বাঙালী তাড়াতে চাইলো তখন এই কংগ্রেস পার্লামেন্টেতো আমাদের সঙ্গ দেইনি উপরন্তু একটা প্রতিবাদও করেনি। এরা সবাই মিশে আছে ভিতর ভিতর। তাই আপনারাও এদের আসল মুখোশ দেখে নিন।
Be the first to comment