একুশের আয়োজনে বৃহস্পতিবার দলের সমস্ত বিধায়ককে নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকে উপস্থিত থাকছেন না রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত ৷
একুশে জুলাইয়ের সমাবেশে প্রতি বছর উত্তরবঙ্গ থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক আসেন। এ বার উত্তরবঙ্গে ধুয়ে মুছে গিয়েছে তৃণমূল। ফলে উত্তরবঙ্গ থেকে এবার সেরকম লোক আসবে না বলেই আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চল তথা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও লোকসভায় ধাক্কা খেয়েছে তৃণমূলে৷ ফলে সেখানেও একুশের সভা নিয়ে উৎসাহে ভাটা রয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের একুশ মমতার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্চের ৷ কারণ তিনি জানেন, এই সভার ভিড়ে নজর রাখবে বিজেপি৷ সূত্রের খবর, একুশের ব্লু প্রিন্ট তৈরি করতে এদিন দলের বিধায়কদের সঙ্গে আলোচনা করবেন মমতা ৷
Be the first to comment