সবাই ভালো কাজ করছে, আরও ভালো করতে হবেঃ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

বাংলাই একমাত্র রাজ্য, যেখানে বিনা পয়সায় চিকিৎসা করানো হয়। আরও ২৭ হাজার বেড পরিষেবার জন্য বাড়ানো হয়েছে। সবাই যাতে সুস্থভাবে একসঙ্গে কাজ করতে পারি, সেটাই মঙ্গলবার আলোচনা করা হয়েছে। চিকিৎসকরা আমাদের সম্পদ। অনেক সময় ডাক্তার চাইলেও পাওয়া যায় না, বিভিন্ন দেশ থেকে বহু রোগী এরাজ্যে চিকিৎসার জন্য আসে। এদিকে কুকুর কামড়ালে যে ভ্যাক্সিন দরকার সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ডাক্তারদের পরীক্ষার ক্ষেত্রে রাজ্যের অগ্রাধিকার কমিয়ে দেওয়া হচ্ছে।

ডাক্তারদের হাসিমুখে কাজ করতে হবে। প্রশাসনকেও দেখতে হবে যাতে কেউ হাসপাতালে গিয়ে সমস্যায় না পড়ে। ডাক্তারদের প্রতি আমার আবেদন আপনারা প্রচুর কাজ করেন, তাও বলছি আপনারা হাসিমুখে কাজ করুন। সম্প্রতি ৭০টা এসএনসিইউ হয়েছে। প্রতিদিনই ২ লক্ষ রোগী ওপিডিতে দেখাতে আসেন। ১৩০০ থেকে ডাক্তারের সংখ্যা বেড়ে ২৯০০ হয়েছে, আরও ডাক্তার চাই রাজ্যে। আমরা ইতিমধ্যেই এমসিআইকে বলেছি ডাক্তার বাড়ানোর জন্য। অনেক ডাক্তারই বাইরে চলে যাচ্ছে। সিস্টার ও নার্সদের পরিমাণও রাজ্যে বাড়াতে হবে। ওষুধ যাতে এক্সপায়ার না হয় তার ব্যবস্থা নিতে হবে। ১৯০০ ইকুয়িপমেন্ট পড়েছিলো, সেগুলি এতদিন খোলাই হচ্ছিল না। এরমধ্যে ১৭০০ ইকুয়িপমেন্ট খোলা গেছে।

এছাড়াও, মুখ্যমন্ত্রী এদিন বলেন পুলিশকে বলেছি হাসপাতালে কোনও গণ্ডগোলের খবর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে। হাসপাতালে হামলা করা যাবে না। হামলা করলেই ব্যবস্থা নিতে বলেছি পুলিশকে। আর ডাক্তারদেরও বলেছি তারা ভালো কাজ করেন, তবুও বলছি ডাক্তাররা হাসিমুখে কাজ করে যান।

হাসপাতালে দালাল রাজ রুখতে পুলিশকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দালাল চক্রকে চিহ্নিত করে পুলিশকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। এদিকে এসএসকেএম-এর পরিষেবায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রোগীরা এসএসকেএমে অবহেলিত। হাসপাতালের নীচে নোংরা পড়ে থাকে, হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। এভাবে পরিষেবা দিলে হবে না। এসএসকেএমের সুপারকে বললেন মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যের বা অন্য দেশের রোগীদের পরিষেবা দিতে হবে, তবে তা বিনা পয়সায় নয়। তাদের জন্য অনান্য পলিসি তৈরি করবে রাজ্য। তাদের থেকে যা পাওয়া যাবে সেটা হাসপাতালের উন্নয়নে কাজে লাগানো হবে। পাশাপাশি জেমস খুজুর, চূড়ামণি মাহাতো, অবনি মহ্ন জোয়ারদারকে সরানো হচ্ছে রাজ্য মন্ত্রীসভা থেকে। দলের কাজ করবে বলে ওরা ইস্তফা দিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নবান্নে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মিটিং খুব ভালো হয়েছে। ভালো আলোচনা হয়েছে। সবাই ভালো কাজ করছে। আরও ভালো কাজ করতে হবে। হাসিমুখে কাজ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*