ডেবরায় প্রশাসনিক বৈঠকে প্রশাসনকে ধমক মুখ্যমন্ত্রীর

Spread the love

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যৌথ প্রশাসনিক বৈঠকে প্রশাসনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাজার হাজার অভিযোগ আসছে। রাস্তাঘাট, হাসপাতাল এ সব তো আছেই। কিন্তু প্রশাসন নিয়েও প্রচুর অভিযোগ আসছে। আজ সেই প্রসঙ্গ টেনেই ডেবরায় আবারও প্রশাসনকে শক্ত হাতে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন তিনি বলেন, “বেছে বেছে তৃণমূলকর্মীদের হেনস্থা করা হচ্ছে। কেন? তৃণমূলকে হাতের কাছে পাওয়া যায় বলে?” ডেবরায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রামার থানার আইসি-কে মুখ্যমন্ত্রী বলেন, “আপনাকে তো কাজ করতে পাঠানো হয়েছিল। কিন্তু আপনি তো ওখানে গিয়ে কাজের থেকে অকাজ করছেন।”

সরকারি আধিকারিকদের উদ্দেশে এ দিন তিনি বলেন, “আপনারা কাগজ ফেলে রেখে দিচ্ছেন। আর মানুষের হয়রানি হচ্ছে। গালাগালি শুনতে হচ্ছে আমাদের। আপনারা কাজ পেন্ডিং রাখছেন। পেন্ডেন্সিটাই টেন্ডেন্সি হয়ে গিয়েছে।”

খড়্গপুর সদরের বিডিও-কে মুখ্যমন্ত্রী বলেন, আপনি আপনার অফিস স্টাফদের নিয়ে কাজ করেন না। অন্য লোকজনকে নেন। আমি খবর না নিয়ে বলছি না।” বিডিওদের উদ্দেশে তিনি বার্তা দেন- বাংলা আবাস যোজনার নাম লিখতে হবে। তা না হলে এ বার ব্যবস্থা নেবে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*