লক্ষ্য পৌরভোট, পৌরপ্রধান-উপপ্রধানদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা

Spread the love

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এবারে পৌরপ্রধান ও উপপ্রধানদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে বিশেষ বৈঠক। টিকিট বণ্টন নিয়ে পৌরপ্রধান ও উপপ্রধানদের তৃণমূল সুপ্রিমো বার্তা দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি, এই বৈঠক থেকেই পৌরপ্রকল্পের বকেয়া কাজ দ্রুত শেষ করার নিদান দিতে পারেন বলেই খবর।

পাখির চোখ পৌরসভা নির্বাচন। আর তা মাথায রেখেই একের পর এক বৈঠক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৪ জানুয়ারি তৃণমূল ভবনে পৌরভোটের টিকিট বণ্টন সংক্রান্ত একটি বৈঠক করেছিলেন তিনি। যদিও সেই বৈঠকে পৌরপ্রধান উপপ্রধানরা ছিলেন না। জেলা সভাপতিদের দিয়েই বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো। টিকিট বণ্টন নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্য এবারে পৌরপ্রধান ও উপপ্রধানদের সঙ্গে সরাসরি বসে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত প্রধান-উপপ্রধানদের হাজিরা থাকতে ইতিমধ্যেই পৌঁছে গেছে নির্দেশিকা। এমনকি, যে পৌরসভাগুলো তৃণমূলের দখলে নেই সেগুলির বিরোধী আসনে বসা ব্যক্তিদেরও ডাকা হয়েছে বৈঠকে।

তবে টিকিট বণ্টনের পাশাপাশি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়েও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পৌরভোট চলাকালীন নিয়মের বেড়াজালে কিছুটা থমকে যেতে পারে উন্নয়ন পরিষেবা। ফলে, এই স্বল্প সময়ের মধ্যে বকেয়া প্রকল্পের কাজের খতিয়ান নিয়ে তা দ্রুত শেষ করার বিষয়ে নিদান দিতে পারেন মমতা। এছাড়াও, আগামী ২ মার্চ কাউন্সিলরদের সঙ্গেও একটি বৈঠক করবেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*