‘বিয়াল্লিশে বিয়াল্লিশ, বিজেপি যেন বাংলা থেকে একটি আসনও না পায়’- কোর কমিটির বৈঠকে বার্তা মমতার

Spread the love

তৃণমূলের কোর কমিটির বৈঠকে দলের নেতা-নেত্রীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপি যেন বাংলা থেকে একটি আসনও না পায়। পাশাপাশি মমতা আরও বলেন, উনিশে চাই বিয়াল্লিশে বিয়াল্লিশ। দলের কোর কমিটির বৈঠকে আরেকবার টার্গেট মনে করিয়ে দিলেন তৃণমূলনেত্রী। শুক্রবার উত্তরবঙ্গ থেকে ফিরেই দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী। সেখানেই ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশের প্রস্তুতি ও উনিশের রণকৌশল নিয়ে বার্তা দেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। নিশানা করেন গেরুয়া শিবিরকে। 

তবে বিজেপি বিরোধীদের দাবি, মানুষের ক্ষোভ সামলাতে পেট্রোল-ডিজেলে আড়াই টাকা দাম কমিয়েছে মোদি সরকার। এ নিয়ে এ দিন আবারও সরব হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, টাকার দাম হুহু করে পড়ছে। জ্বালানির দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাহুল গান্ধি যেভাবে মোদি সরকারকে আক্রমণ করেছেন, তাকেও সমর্থন করেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজো শান্তিতে কাটাতে সবাইকে নজর রাখতে হবে। দিল্লি চক্রান্ত করে দাঙ্গা হাঙ্গামার আগুন লাগাতে পারে, সতর্ক করা হয়েছে। অখিলেশের আমলে উত্তরপ্রদেশে রোজ দাঙ্গা বাঁধাতো। দাঙ্গা লাগানো ওদের কালচার। টাকার কালচার। মানুষ এর জবাব দেবে ৷ 

এদিকে ১৯শে জানুয়ারি কলকাতায় বিরোধীদের মহাজোটের সম্মেলন৷ আমন্ত্রণ জানানো হবে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলকে৷ আমন্ত্রণ জানানো হবে সিপিএমকেও৷  ডাক পাবে সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি। তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মহাজোটের আয়োজনে এদিন একটি কমিটি গঠন করলো তৃণমূল কংগ্রেস ৷ কমিটিতে রয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, শুভেন্দু অধিকারী৷ কমিটির কনভেনর হলেন শুভেন্দু অধিকারী এবং জয়েন্ট কনভেনর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন দলীয় স্তরে আরও কিছু বদল ঘটিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকের পর দায়িত্ব বাড়ল শুভেন্দু অধিকারীর। নদীয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্বে আছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই নদীয়ার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী। বিশেষত নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি শুভেন্দু দেখবেন।

দক্ষিন ২৪ পরগণার জেলা সভাপতি হলেন শুভাশিস চক্রবর্তী। শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কো- অবসারভার হিসাবে তাঁকে সাহায্য করবেন।

পশ্চিম মেদিনীপুরে দায়িত্বে ছিলেন সুব্রত বক্সি। এখন থেকে তাঁকে সাহায্য করবেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কোচবিহারে দায়িত্বে ছিলেন সুব্রত বক্সি। তাঁকে সাহায্য করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ঝাড়্গ্রামে দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সাহায্য করবেন শুভেন্দু অধিকারী। এছাড়াও, দক্ষিন দিনাজপুরে ফিরহাদ হাকিমকে বাড়তি দায়িত্ব দেওয়া হলো। 

শুধু এখানেই থেমে থাকেন নি মুখ্যমন্ত্রী। দক্ষতার সঙ্গে জেলা পরিচালনা করার জন্য বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, ওদের জেলায় দলকে নাক গলাতে হয় না। জেলা পরিচালনা করার বিষয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর তৃণমূল নেতৃত্বকে অনুব্রত মণ্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিককে অনুসরণ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*