সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রীকে। রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি এনেছিলেন একাধিক অভিযোগ। তাঁর কথায়, ‘তৃণমূল নেতাদের সম্পত্তি, চাকচিক্য বাড়ছে। তোলাবাজ থাকলে, কাটমানি কালচার থাকলে, আইনের শাসন না থাকলে বাংলায় পরিবর্তন হবে না।’ তাঁর অভিযোগ ছিল, ‘বাংলায় বাড়িভাড়া নিতে গেলেও কাটমানি লাগে। সিন্ডিকেটকে টাকা না দিলে তাও পাওয়া যাবে না।’ এখানেই শেষ নয়, বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এমনই আত্মবিশ্বাসী শুনেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর আরও অভিযোগ, ‘সরকারি একাধিক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।
আজ তারই পাল্টা সভার আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই সভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেন, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। নির্বাচনি উত্তাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বাংলায়। অভিযোগ, পাল্টা অভিযোগের বহরও বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের জবাব একই স্থানে আর কিছুক্ষণের মধ্যেই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, তৃণমূল নেতৃত্ব।
Be the first to comment