হাওড়ার শরৎ সদনের প্রশাসনিক বৈঠকে সবাইকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

হাওড়ায় বন্যা সমস্যার সমাধানে ৩৫০কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। জেলা সংশোধনাগারের জায়গায় হবে হাসপাতাল। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে গ্রামীণ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও খোঁজ খবর করেন।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর ভোট থাকবে। কোনওমতেই উন্নয়ন প্রকল্প ও পরিষেবা যাতে থেমে না যায় লক্ষ্য রাখতে হবে। বর্ষা এলেই ডিভিসি জল ছাড়বে। প্লাবিত হবে বিস্তীর্ণ অঞ্চল। তাই এখন থেকেই কীভাবে বন্যা প্রতিরোধ করা যায়, সমীক্ষার জন্য জেলাশাসককে নির্দেশ দেন। প্রয়োজনে স্থায়ী বাঁধ তৈরি করবে পূর্ত দফতর অথবা সেচ দফতর বলেও জানান তিনি। উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির কাজ কতটা এগিয়েছে, সেটাও জানতে চান অধিকারিকদের কাছে। প্রশাসনিক বৈঠকে বাগনানের তৃণমূল নেতাখুনে জেলার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জেলায় বহিরাগতদের প্রবেশ রুখতে পুলিশকে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। এছাড়া এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে সাফল্যের খতিয়ান বিষয়ক একটি বই প্রকাশিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*