আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশের ছাত্র সমাবেশ থেকে বিরোধীদের তুলোধোনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “ভয়ঙ্কর দিন আসছে। বাংলার শিক্ষিত সমাজ, ছাত্রছাত্রী, বিদ্বজ্জনদের বলছি, আমার অনুমান মিলিয়ে নেবেন। দেশটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টের দিকে যাচ্ছে। এক ভোট, একজনই নেতা, একটাই পার্টি।”
তিনি আরোও বলেন, চোদ্দ সালে ভোট হয়েছিল। তারপর ষোল সালে ভোট হয়েছে। উনিশ সালেও ভোট হয়েছে। কিন্তু চোদ্দর ভোট নিয়ে এখন উনিশ সালে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বলছে, তোমার দলের অ্যাকাউন্ট ম্যাচ করছে না!” তিনি বলেন, “টার্গেটটা কী? বাকি রাজনৈতিক দলগুলোকে উঠিয়ে দেবে? সব এমপি-এমএলএ-দের কিনে নেবে? দল ভেঙে দেবে?”
তৃণমূল নেত্রী বলেন, মিডিয়াকে ভয় দেখানো হচ্ছে। রিজার্ভ থেকে মানুষের টাকা তুলে নেওয়া হচ্ছে। কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কোনও আলোচনা করা হচ্ছে না। বন্দুকের নল দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রাখা হয়েছে।
Be the first to comment